আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাফরিন হাসপাতালে নার্সের শ্লীলতাহানি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :-  হাসপাতালের পরিবেশ চিকিৎসার স্থান, কিন্তু কি ভাবে ঘটলো এমন ঘটনা ? লেডি ডাফরিন হাসপাতালে এবার উঠলো নার্সের শ্লীলতাহানির অভিযোগ ! এই হসপিটালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রাজেশ বিশ্বাস ! ২ দিন আগেই টাকা নিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ উঠে এসেছিলো তাঁর বিরুদ্ধে ! এবার সেই চিকিৎসকের বিরুদ্ধেই উঠলো শ্লীলতাহানি অভিযোগ ! পরিস্থিতির জেরে উত্তপ্ত হাসপাতাল ! (Kolkata)মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত চিকিৎসক নানা ভাবে এক জুনিয়র নার্সকে হেনস্থা করেন ! ২৩ তারিখ সন্ধায় ওটিতে ঢোকার আগে ওই চিকিৎসক তাঁর গায়ে হাত দেন ! এমনকী দুর্ব্যবহার করে, অশ্লীল ইঙ্গিতও করা হয় !

 

সংবাদমাধ্যমের সংঘে মুখ মুখী হয়ে ওই নার্স জানান, এই বিষয়টি চেপে রাখার জন্য তাঁকে পীড়াপীড়ি করা হয় ! যাতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সে এই বিষয়টি না জানায় ! এমনকি তাকে বদলির হুমকিও দেওয়া হয় ! এরপরই মুচিপাড়া থানার দ্বারস্থ হন ওই নার্স ! চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি ! শনিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় নার্সেস ইউনিটি ! অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে সরব হয় নার্সদের সংগঠন ! এরপর তাঁরা হসপিটালে এসে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে , তাঁদের দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় ! ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ আসে ! ঘটনার জেরে হাসপাতালে পুলিশ বসানো হয় ! নার্সেস ইউনিটির তরফে ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন, ” মুখ বন্ধ রাখার জন্য আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে ! আমরা আমাদের রক্ষা করতে থাকলে রুগী কখন দেখবো ? “

 

প্রসঙ্গত , দু’দিন আগেই একজন মহিলার ডেলিভারি করার জন্য তিনি সেই রোগীর স্বামীর থেকে ১২ হাজার টাকা নেন ! রোগী স্বাস্থ স্বাথী কার্ডের আওতায় থাকার পরেও ! সেই বিষয়ে রোগীর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষ কে জানালে ডা.বিশ্বাস সেই অভিযোগ অস্বীকার করেন ! এদিকে চিকিৎসক রাজেশ বিশ্বাসের দাবি, “এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ! ষড়যন্ত্র করে তাঁকে বার বার হেনস্থা করা হচ্ছে ! পুলিশ তদন্ত করছে, অপরাধী শাস্তি পাবেন এমনটাই মনে করছেন আমজনতা !!

See also  মহম্মদ সেলিমের নেতৃত্বেই তাণ্ডব হামলা চলছে বলে দাবি করা পুলিশ ও তৃণমূলের অভিযোগে গ্রেপ্তার ৪৬ জন সিপিএম কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি