আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩ ফুট ৮ ইঞ্চি বরের সঙ্গে ২ ফুট ৯ ইঞ্চি কনের বিয়ে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- প্রেম হল অন্য কোন ব্যক্তির প্রতি ভালোবাসার অনুভূতি ও আকর্ষণ ! এসকল বিষয়ের ফলে সৃষ্ট আবেগ-অনুভূতি প্রকাশের উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক বিয়ের নিমিত্তে বিবাহপূর্ব সম্পর্ক গঠনকারী আচরণাবলি প্রকাশের পদক্ষেপ গ্রহণ করা ! স্বাভাবিক মানুষের মতোই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন আল আমিন ও শাম্মি ! দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধী ! উচ্চতায় একেবারে খর্বাকার ! আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি !

 

 

বাংলাদেশের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বাড়ি মো. আল আমিন (২২) ও শাম্মি আক্তারের (২০) ! বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতিতেই বিবাহ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক অবস্থায় সম্পন্ন হয়েছে ! সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আল আমিনের সাথে সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মি আক্তারের বিয়ে হয় এক লাখ টাকার দেনাপাওনা ধার্য করে ! উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশি সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান !
বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান ! আল আমিন ও শাম্মি জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি !

 

 

প্রেম হল ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ, যৌনতাপূর্ণ এবং রহস্যময় অনুভূতি ! এটি হল কোন ব্যক্তির প্রতি যৌন আকর্ষণের সাথে সম্পর্কিত কোন আবেগীয় আকর্ষণ হতে উদ্বুদ্ধ একটি বহিঃপ্রকাশমূলক ও আনন্দঘন অনুভূতি ! মনোবিজ্ঞানী চার্লস লিন্ডহোমের সংজ্ঞানুযায়ী প্রেম হল “একটি প্রবল আকর্ষণ যা কোন যৌন-আবেদনময় দৃষ্টিকোণ হতে কাউকে আদর্শ হিসেবে তুলে ধরে, এবং যাতে তা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হওয়ার মনোবাসনাও অন্তর্ভুক্ত থাকে” ! কোন সম্পর্কের ক্ষেত্রে এতে অপর ব্যক্তির প্রতি একইসাথে শক্তিশালী মানসিক এবং যৌন আকর্ষণ কাজ করে !

 

 

প্রেমের সম্পর্কে যৌনতার তুলনায় ব্যক্তিগত আবেগ-অনুভূতি অধিক গুরুত্বের অধিকারী হয় ! অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কসমূহের সূচনাপর্বে প্রেমের অনুভূতি অধিকতর দৃঢ়ভাবে কাজ করে ! তখন এর সঙ্গে এমন এক অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা অনুভূত হয় ! যে এ ভালোবাসা হয়তো আর কখনো ফিরে নাও আসতে পারে !!

See also  কলকাতা আসার পথে শক্তিগড়ে প্রাতঃরাশ ঘিরে উঠছে প্রশ্ন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি