আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরস্বতী পুজোয় রোম্যান্সে ভরপুর বৈশাখী শোভনের চোখে চোখ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- বাঙালি প্রেমের বিশেষ দিন ! বর্ধমান শহরের কৃষ্ণসায়ের থেকে ডিয়ার পার্ক পিছিয়ে নেই কোনো অংশে ! নামিদামি থেকে বহুপরিচিত রেস্তোরা সব জায়গায় যুবক যুবতীদের আনাগোনা চলছে ! তার ই মাঝে খোলা প্রেমে মাতাল হলেন শোভন বৈশাখী ! কলকাতার প্রাক্তন মেয়রের সাথে বৈশাখীর সম্পর্কের চর্চা গত বছরের একদম প্রথম থেকেই !

প্রেমের রঙে নিজেকে রাঙিয়ে নিলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় ! একটু আদুরে আবদারও রাখতে দেখা গেল বৈশাখীকে তাঁর মনের মানুষের কাছে ! সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করেন তিনি ! আর সেগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে অন্তর থেকে ভালোবাসো ! ‘যেন সার্থক করছেন *বাঙালির ভ্যালেন্টাইনস ডে* !
ভালোবাসা জাহির করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাম বদল করে দেন তিনি !

রাখেন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ নাম ! সাথে পুজোর আগে নানারকম অন্তরঙ্গ মুহুর্তে ধরা দিয়েছেন ক্যামেরায় ! *দশমীতে বৈশাখীর সিঁথি সিঁদুরেও রাঙিয়ে দেন শোভন* ! যা নিয়ে হইচই খুব একটা কম হয়নি ! শুক্রবারই যিশু সেনগুপ্ত অভিনীত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় *বাবা বেবি ও*-র গানে ভিডিয়ো বানিয়ে তা শেয়ার করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ! যা তুমুল ভাইরাল হয়েছিল !

এবারেও ছবির পরতে পরতে যেন ভালোবাসা ! কমলা রঙের নীল পারের শাড়িতে দেখা গেল বৈশাখীকে ! আর শোভন পরেছেন সাদা পাঞ্জাবি ! একটা ছবিতে দু’জনকে পাওয়া গেল হাতে হাত রেখে, পিয়ানো বাজাতেও দেখা গেল তাঁদের ! একগাল হেসে পোজ দিয়েছেন দু’জন ! যদিও শুধু শোভন নয়, মেয়ে রিলিনার সঙ্গেও একাধিক ছবি পোস্ট করেছেন বৈশাখী !

মেয়ের সরস্বতী বন্দনার ভিডিয়োও শেয়ার করেছেন ফেসবুকে ! আর তাতেই বোঝা গেল সরস্বতী পুজোর আমেজে তিনিও মেতে উঠেছেন তরুণদের মতো করে ! প্রেমে প্রেমে সারাদিন, দক্ষিন দামোদর বাসিকেও লাল গোলাপের ভালোবাসা !!

See also  বাংলাদেশের সাথে EXPORT-IMPORT শুরু বেনাপল সীমান্ত দিয়ে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি