আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাইক চালকদের সতর্ক করতে ফেস্টুন টাঙ্গালো সন্তানহারা পিতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
মেমারি রসুলপুর বিনয় পল্লী জিটিরোডের ধারে দ্রুতগতিতে চালানো যান আরোহীদের সতর্ক করতে ফেস্টুন টাঙ্গান সন্তানহারা পিতা আবুল সালাম মণ্ডল।
2018 সালের 6 অক্টোবর পুত্র আমির সোহেল মন্ডল খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলঐ রাস্তা দিয়ে,সেই সময় হঠাৎই রসুলপুর বিনয় পল্লী বাঁকা পয়েন্টে আসামাত্র ঐ বাইক টি নিয়ন্ত্রণ হারায়, খুবই দ্রুত গতির থাকার জন্য নিয়ন্ত্রণ সামলাতে পারেননি ওই যুবক,ফলস্বরূপ রাস্তার ধারে একটি পোলে গিয়ে ধাক্কা মারে, ঘটনাস্থলের স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছিল।

তার পরেই ওই রাস্তা দিয়ে দ্রুতগতিসম্পন্ন আরোহীদের কথা ভেবে ও একজন সন্তানহারা পিতার কথা ভেবে, প্রসঙ্গত সন্তানহারা পিতাদের কষ্টটাকে বুঝতে পেরে,মেমারি থানার পুলিশের সহযোগিতায় একটি ফেস্টুন নিয়ে সচেতন কর্মসূচি গ্রহণ করেন।
এমন সচেতন মূলক কর্মসূচির জন্য মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি ঐ ফেস্টুন টাঙানো পিটাকে সাধুবাদ জানান, পাশাপাশি স্থানীয়রাও এই কর্মের জন্য খুব খুশি।
See also  প্রায় এক বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন -খবর প্রকাশিত হওয়ার পরেই মেয়ের জাতিগত শংসাপত্র পেয়ে গেলেন মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি