জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ এর কুমিল্লার রথ তলার কাছে পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম ভারত সি বয়স আনুমানিক 35 বছর তার বাড়ি মাঝি পুকুর গ্রামে তার পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ভারত সি এবং আজকে সকালে এলাকাবাসীদের চোখে পড়ে কুমিরকোলা কাছে একটি জলাশয় কোন এক ব্যক্তির দেহ ভাসছে তারপর এলাকাবাসীরা ছুটে যান এবং পুলিশে খবর দেয়া হয় পুলিশ এবং এলাকাবাসী যৌথভাবে দেহ উদ্ধার করে তারপর শনাক্তকরণ করা যায় যে গতকাল থেকে নিখোঁজ থাকা ভরত সি এর মৃতদেহ তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে কিভাবে এই ভরত সি এর পরিবারের একটা ধোঁয়াশা থেকে গেল কিভাবে মৃত্যু হয়েছে ভরত সি এর ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি












