শুভজিৎ ঘোষ ও রিতম মল্লিক ( আরামবাগ ) :- ভোরের আলো ফুটতে না ফুটতেই, সকালে আরামবাগ সালেপুর দারকেশ্বর নদীর চর থেকে ৬টি তর তাজা বোমা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। তৃনমূল সদস্যর দাবি ভোটের আগের এক সপ্তাহ ধরেই এই বোমা মজুত করেছিল বিজেপি। তাদের মূল চক্রান্ত ছিল ভোটের দিন মানুষকে চমকানো।শুধু তাই নয় এই সমস্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই মাচায় জমায়েত হয় এবং তারা বোমা মজুত করে। সকালে বোমা দেখতে পেয়েই খবর দেওয়া হয় আরামবাগ থানায়। ঘটনাস্থলে আসে আরামবাগ থানার বোম স্কোয়ারড। এই মুহূর্তে তারা বোমাকে নিস্তেজ করে ওগুলিকে উদ্ধার করেছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি