আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বেচ্ছায় রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বলরাম সাহা ও নজরুল মণ্ডল ( পূর্ব বর্ধমান ) :- জেলাশাসকের নির্দেশে এবং রায়না এক নম্বর ব্লকের বিডিও সাহেবের আদেশে কুকুরা সমবায় সমিতির সদস্য বৃন্দের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। কুকুরা সমবায় সমিতিতে চলছে আজকের রক্তদান শিবির। বিশ্বজুড়ে করোনা আবহাওয়া চলছে তার ফলে রক্তাল্পতার ভুক্তভোগী মানুষগুলার রক্ত সংকট দেখা দিয়েছে।
সেই কারণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের দান করা রক্ত যদি সাধারণ মানুষের কাজে লাগে তাহলে সকলেই খুব উপকৃত হবেন। সব মিলিয়ে মোট 50 জন রক্তদাতা আজকের রক্তদান শিবিরে রক্ত দান করবেন। বর্ধমান হসপিটালের মেডিকেল স্টাফ রা রক্ত সংগ্রহ করছেন। এদিনে উপস্থিত ছিলেন নাড়ুগ্রাম পঞ্চায়েত প্রধান চাঁদু সিং , রায়না ১ ব্লকের বিডিও সৌমেন বণিক সহ অন্যান্য সরকারি আধিকারিক রা। এই রক্ত দ্বারা তুলে দেবেন সরকারের হাতে, যাতে সাধারণ মানুষ সুলভে রক্ত পেতে পারে।
See also  তিন সিভিক ভল্যান্টিয়ারের ও এক ভিলেজ পুলিশ এর বুদ্ধিমত্তায় ধরা পড়লো অলঙ্কারের দোকানে চুরির ঘটনায় জড়িতরা - উদ্ধার অলঙ্কার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি