আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো অনুষ্ঠিত হলো

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সপ্তসী সিংহ ( কলকাতা ) :- রণা আহবহাওয়ায় থেমে নেই বাঙালির দুর্গাপূজা তাই এখন প্রাক পুজোর চলছে খুঁটিপুজো একে একে ছোট-বড় সবার বারোয়ারি পূজা কমিটি শুরু করে দিয়েছে খুঁটি পুজো,এমনই এক নিদর্শন আর সকালবেলা মধ্য কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো পুজো অনুষ্ঠিত হলো।
এবছর 52 বছরে পদার্পণ করল মোহাম্মদ আলী পার্ক দুর্গাপূজা গত বছরে পার্কের জমিতে থাকা ভূগর্ভস্থ ট্যাংক ভেঙে যাওয়ার ফলে মোহাম্মদ আলী পার্কের পুজো স্থানান্তরিত হয় ফায়ার ব্রিগেডের ভেতরে থাকা একটি জায়গায় আর এ বছরও পার্কের জায়গা না পেয়ে পুজো হবে সেই ফায়ার বিগেট এর জমিতে।

 

আজ কুটি পুজোর পুণ্য লগ্নে হাজির ছিলেন স্থানীয় পৌর মাতা রেহানা খাতুন সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর পিতা সঞ্জয় বক্সী ও এম এল এ স্মিতা বক্সি সহ পুজো কমিটির লোকজন। কমিটির তরফ এ জানা গেল করো না পরিস্থিতির জন্য এবছরের পুজো সরকারি নিয়ম মেনেই সামাজিক দূরত্ব লাগু করা হবে তৎসহ বিগত বছরের ন্যায় এ বছরেও মাতৃ আরাধনা করা হবে।
See also  বিদ্যালয় শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ডেপুটেশন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি