আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃতীয় দিনের লকডাউনের সমর্থনে কড়া পদক্ষেপ ভাতার থানার।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার পুলিশ লকডাউন সমর্থনে কড়া পদক্ষেপ নিল বিভিন্ন বাজারে বাজারে।করনা ভাইরাস সংক্রমণ যাতে করে আর ছড়াতে না পারে সেই জন্য রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে‌। আজ তৃতীয় দিনের লকডাউন। সেই লকডাউন যাতে করে 100% সফল হয় সেই লক্ষ্যে নেমেছে ভাতার থানার পুলিশ।

এদিন ভাতাড়, বলগোনা, মুরাতিপুর, এরুয়ার, কামারপাড়া এই সমস্ত বাজারে নজরদারি চালায় ভাতার থানার পুলিশ।পুলিশের উদ্যোগে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছেন।

See also  আনুমানিক ৩০০ বছর ধরে চলে আসছে উখরিদের দত্ত বাড়ির সরস্বতী পূজা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি