আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লাদাখের ভারত-চীনে সেনা সংঘর্ষে শহিদ বীরভূমের বীরসন্তান রাজেশ ওরাং

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল ( মহম্মদ বাজার ) :-
রাজেশের আর শহরে বাড়ি করা হলো না, রাজেশের ইচ্ছে ছিল মা-বাবা পরিবারকে নিয়ে শহরে বাড়ি করার অর্থাৎ গ্রামে থাকতে তার ভালো লাগেনা । অসমাপ্ত থেকেই গেলো, শহরে যাওয়া।
গতকাল ,ভারত ও চীন সেনার সংঘর্ষে শহীদ বীরভূমের রাজেশ ওরাং |কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবার পরিজন ও গ্রামবাসীরা | এএনআই সূত্রে জানাগেছে, ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন সেনা শহীদ হয়েছেন ওই সীমান্তের সংঘাতে। ২০১৫ সালে ভারতীয় সেনায় যোগদান |
রাজেশের শহীদ হওয়ার খবর পেয়েই ভেঙ্গে পড়েছেন পরিবার, পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা | ছেলে শহীদ হয়েছে, তাই একবার শেষ বারের মতো ছেলেকে দেখতে চান মা বাবা ও বোন শকুন্তলা।পাড়ার বীরসন্তানের শহিদ হওয়ায় শোকস্তব্ধ এলাকা।
See also  মিড ডে মিলের খাদ্য সামগ্রী সংক্রান্ত বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দাবিপত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি