আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপি প্রার্থীর প্রচারে শেষ বেলায় পথসভা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তথাগত সরকার , খণ্ডঘোষ:- খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের কৈয়র গ্রামে বিজেপির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হল। মাঝে একদিন তারপরেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। নির্বাচনের আগে নির্বাচনবিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালানোর পাশাপাশি এদিন খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের কৈয়র গ্রামে বিজেপির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হল। পথসভার শেষে সেদিন বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।

খণ্ডঘোষ বিধানসভা এলাকা থেকে তৃণমূল চল্লিশ হাজার ভোটে লিড দেওয়ার অঙ্গীকার করেছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা বিজন মণ্ডল বলেন, চুরি না করলে তৃণমূল জিততে পারবে না। এবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে চাইছে। খন্ডঘোষ এলাকা থেকে বিজেপি লিড দেবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। একইভাবে গত নির্বাচনগুলিতে মাইনোরিটি বুথ গুলোতে যেহেতু বিজেপি এজেন্ট দিতে পারেনি তাই ছাপ্পা হয়েছিল।

তবে এবার কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানানো হয়েছে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। একথা জানান বিজেপি নেতা।

আগামী দিনে রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে এবং মা-বোনেরা তিন হাজার টাকা করে পাবে বলে জানালেন তিনি।

এছাড়াও এই দিনের সবাই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে জানান বিজেপি নেত্রী শম্পা মাথুর।

See also  এবার শুট আউট কালনায় - দুস্কৃতিদের গুলিতে নিহত দোকান কর্মচারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি