আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চোলাই মদের আসর বন্ধ করলো প্রমিলা বাহিনী,বাধা দিলে মদ বিক্রেতা মারধর করলেন মহিলাদের

By krishna Saha

Published :

কোতুলপুর থানা
WhatsApp Channel Join Now

সত্যজিৎ রায়, কোতুলপুর:- সারা রাজ্য জুড়ে চোলায় মদের অধিপত্য নিয়ে অনেক সময় পুলিশের হানা দিতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় । কিন্তু বাঁকুড়া জেলায় ঘটলো ভিন্ন চিত্র দেখা গেলো । কোতুলপুর ব্লকের লাউগ্ৰাম অঞ্চলের মালিকপাড়া এলাকায় বেআইনি চলাই মদ বিক্রি কে ঘিরে তুমুল পরিস্থিতি তৈরি হলো । গ্রামের মহিলারা একজোট হয়ে মদ বিক্রেতা কে মদ বিক্রি করতে বাধা দেয় ।

তারপর মদ বিক্রেতা তাদের কথার কর্ণপাত না করে মদ বিক্রি চালিয়ে যায়। তারপর উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এবং গ্রামের মহিলাদের ওপর মদ বিক্রেতা জোড় জুলুম দেখাই ও গ্রামের মহিলাদেরকে মারধর করে এমনটাই অভিযোগ করেছেন এলাকার মহিলারা। মদ বিক্রেতার নাম মোহন রানা ও সুব্রত রানা । পরে মহিলারা কোতুলপুর থানার দারস্ত হয় ।

See also  পথসাথী মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি