সুব্রত চক্রবর্তী সঙ্গে মরসিনা খাতুন এর রিপোর্ট
পূর্ব বর্ধমানে জামালপুর ব্লক বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠে ৭৩ তম বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস আজ সকাল ন’টায় পতাকা উত্তোলন এবং মাল্যদান শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শুভ সূচনা হয় বলে জানিয়েছেন ওই স্কুলের শিক্ষকশিক্ষিকারা এবং এছাড়াও আমরা জানতে পেরেছি আগামীকাল বিদ্যালয়ের ফাইনাল শীতকালীন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে দিয়ে।
এছাড়া আমরা আরোও জানতে পেরেছি এজিসিবি বিদ্যাপীঠে উপস্থিত মন্ডলীরা হলেন ওই স্কুলেরই ম্যানেজিং কমিটির সেক্রেটারি প্রশান্ত পাল মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ মালিক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাও শিক্ষিককর্মীবৃন্দরা ও
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক মহাশয়
এছাড়া আমরা এই বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ মালিক মহাশয়ের কাছ থেকে জেনে নেবো স্কুলের এই অনুষ্ঠান সম্বন্ধে জেনে নেবো আমরা সরাসরি বাংলা এমজি নিউজ দের পর্দার মাধ্যমে