আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শোকাহত দক্ষিণ দামোদর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পরলোকে পাড়ি দিলেন বিশিষ্ট সমাজসেবী তথা দক্ষিণ দামোদরে সংস্কৃতিক জগতের পৃষ্ঠপোষক স্বদেশ বন্ধু রায়।

 

পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের আড়িন গ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা দক্ষিণ দামোদরে সংস্কৃতিক জগতের পৃষ্ঠপোষক স্বদেশ বন্ধু রায়ের মৃত্যুতে শোকাহত গোটা দক্ষিণ দামোদরের মানুষ।

 

জানা গিয়েছে যে, গতকাল সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। স্বদেশবন্ধ রায়ের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে দক্ষিণ দামোদর জুড়ে। ইতিপূর্বে তিনি একাধিক স্কুলের পরিচালন কমিটির সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। বিশিষ্ট সমাজসেবী স্বদেশ বন্ধু রায়ের মৃত্যুতে পরিবারকে সমবেদনা জানিয়েছেন রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল।

 

স্বদেশ বাবু আত্মার শান্তি কামনা করেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম।পরিবার সূত্রে জানতে পারা যায় আজ দুপুর তিনটে নাগাদ তাঁর মৃতদেহ খন্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের আড়িন গ্রামে তাঁর নিজের বাড়িতে নিয়ে আসা হবে।

 

ইতিমধ্যেই শোকের আবহ বিরাজ করছে স্বদেশ বাবুর পরিবার সহ্য দক্ষিণ দামোদর এলাকা জুড়ে।

See also  হাইকোর্ট মনে করলে বিজেপি কে জয়ী ঘোষণা করে দিতে পারে- পঞ্চায়েত ভোটের আগে সায়নীর এমন মন্তবে শোরগোল রাজনৈতিক মহলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি