আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অনুব্রতর অণ্ডকোষে পুঁজ এবং জল জমেছে ; কমেছে অক্সিজেনের মাত্রা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে ! শ্বাসকষ্ট ছাড়াও নতুন উপসর্গ ধরা পড়েছে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের শরীরে ! হাসপাতাল সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল সভাপতির দুটি অণ্ডকোষেই সংক্রমণ ধরা পড়েছে ! জমেছে পুঁজ ! এখনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত না নিলেও অণ্ডকোষে সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড !
দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল !

 

কিছুদিন আগে তার একটি অস্ত্রোপচার হয়েছিল এসএসকেএমে ! এমনকি স্লিপ অ্যাপনিয়াতে অর্থাৎ অনিদ্রা জনিত অসুখও রয়েছে তাঁর ! ৬ এপ্রিল শ্বাসকষ্ট শুরু হলে আবারও এসএসকেএমে ভরতি হন অনুব্রত ! হাসপাতালে ভরতি হওয়ার পরেই সাত সদস্যের মেডিক্যাল দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একাধিক রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করে দেখে ! খতিয়ে দেখা হয় ফুসফুসের অবস্থাও ! হাসপাতাল সূত্রের খবর, অনুব্রতর ফুসফুসের রিপোর্ট খুব একটা ভাল আসেনি ! এখনও জল জমে রয়েছে তাঁর ফুসফুসে ! অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে ! ৬ মিনিটস ওয়াক টেস্টেও দেখা গিয়েছে ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে !

 

একাধিক সমস্যার সঙ্গে সঙ্গে এদিনের রিপোর্টে ধরা পড়ে নয়া উপসর্গই ! জানা যায়, অনুব্রত মণ্ডলের দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ ! সেখানে পুঁজ জমে রয়েছে ! ফলে, অনুব্রতকে নিয়ে বেশ খানিকটা উদ্বিগ্নে রয়েছে চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন আট সদস্যের মেডিকেল বোর্ড ! পঞ্চমবারের জন্য অনুব্রতকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল ! কিন্তু পঞ্চম বারও তলব এড়িয়ে যান অনুব্রত ! সিবিআই দফতরে যাওয়ার পথেই আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর ! রুট বদল করে পৌঁছন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ! তারপর থেকে এসএসকেএমের ২১১ নম্বর কেবিনেই রয়েছেন অনুব্রত !!

See also  বিজেপি নিজের কবর নিজেই খুঁড়েছে - বললেন ফিরহাদ হাকিম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি