আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রার্থী নিয়ে টানা তিনদিন ধরে চলা আন্দোলন অব‍্যাহত বর্ধমানে , অবশেষে জেলা কার্যালয় ঘেরাও পরিস্থিতি নিয়ন্ত্রনে র‍্যাফ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবী তে বিক্ষোভ রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ধমান থানার পুলিশ, নামালো র‍্যাফ। বর্ধমান পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাবুদ্দিন খান কে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তিনদিন ধরে চলা এলাকার মানুষের ক্ষোভের আগুন এবার জেলা কার্যালয়ে গিয়ে পরল। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের শোদুয়েক কর্মী,সমর্থক মিছিল করে এসে শহরের বীরহাটা জেলা তৃণমূল কার্যালয় ঘেরাও করে প্রার্থী বদলের দাবীতে।

সেই জেলা কার্যালয়ে ছিলেন না কোন জেলা নেতা। বিক্ষোভকারীদের দাবী, দূর্নীতিবাজ, তোলাবাজ, খুনের মদতকারী প্রার্থী সাহাবুদ্দিন খান কে মানবো না এবং অবিলম্বে প্রার্থী বদল করে ইব্রাইম কায়মকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীদের আরো দাবী, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সাহাবুদ্দিন খান কে অবিলম্বে বদল না করলে লাগাতার আন্দোলন চলবে জানাচ্ছেন তারা।

এই বিষয়ে বর্ধমান শহর সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাম কায়িম জানান, প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান কে এলাকাবাসী পছন্দ করছেন না, ওটার বিরুদ্ধে তিন চারদিন ধরে বিক্ষোভ চলছে। আমি কখনো কারো কাছে গিয়ে প্রার্থী হওয়ার জন্য বলিনি কেউ যদি এসে সেটা প্রমাণ করতে পারে আমি সেই মুহূর্তে পদত্যাগ করবো। দল যাকে দিয়েছে তাকে মেনে নিতে হবে।তবে আমরা আশ্চর্য যে উনি টিকিট পেয়েছেন।

See also  লরির ধাক্কায় মৃত স্কুল ছাত্রী,আটক লরি সহ চালক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি