আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না থানায় ডেপুটেশন জমা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- অল বেঙ্গল চিট ফান্ড ওয়েলফেয়ার সাফারের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ শনিবার 5 দফা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় ডেপুটেশন দেওয়া হল। আমানতকারীদের দ্বারা এজেন্টরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। বেআইনি অর্থ লগ্নি সংস্থার হাতে প্রতারিতদের বেশির ভাগই টাকা ফেরত পাননি অনেক আমানতকারী। আর তার জন্য আমানতকারীদের চাপে অর্থলগ্নি সংস্থার এজেন্টদের রাতের ঘুম উড়েছে।রাস্তাঘাটে যখন-তখন হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের।

ইতিপূর্বে প্রায় 300 জন এর কাছাকাছি এজেন্ট পারিপার্শ্বিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। খুন হতে হয়েছে অনেক জনকেই। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন এজেন্টরা। পূর্বের ঘটনা যাতে আর কোনো ভাবেই পুনরাবৃত্তি না ঘটে এবং চিটফান্ড এজেন্টদের যাতে কোনভাবেই আর প্রাণ সংশয় না হয় তার জন্যই আজ রায়না থানায় ডেপুটেশন জমা দিলেন বলে জানালেন অল বেঙ্গল চিট ফান্ড ওয়েলফেয়ার সাফারের অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ মুক্তার আলী। এদিন ডেপুটেশন জমা দেওয়ার এই কর্মসূচিতে রায়না খণ্ডঘোষ মাধবডীহি সহ বেশ কিছু এলাকা থেকে এজেন্টরা এসে উপস্থিত হয়েছেন।

See also  লকডাউনে পূর্ব বর্ধমানের লোক শিল্পীদের পাড়ায় পাড়ায় নেমেছে অন্ধকার।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি