আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন রায়নার মাধবডিহী ব্লকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‌প্রদীপ কুমার মণ্ডল ( রায়না ) :- দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন হল রায়নার মাধবডিহী ব্লকের সভাকক্ষে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারের সরকারের পর একের পর এক প্রকল্প দুয়ারে পুলিশ,দুয়ারে শংসাপত্র, দুয়ারে করোনা প্রদান এবং তারপরই দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। দুয়ারের শিক্ষক কর্মসূচি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা,ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন কুমার দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হিসাবে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিরা।তারপরই একের পর এক উপস্থিত ব্যক্তিরা বক্তব্য রাখেন।কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে আদিবাসী মানুষদের খাদ্য সামগ্রী এবং করোনা প্রতিরোধ করার কিছু সামগ্রী বিতরণ করলেন টা সত্যিই খুব ভালো উদ্যোগ। আজ থেকে ২৫ বৎসর আগে ১৯৯৪ সালে ৯ আগস্ট আগামী কালকের দিনটাতে রাষ্ট্রপুঞ্জ ঘোষণা করেন বিশ্ব ব্যাপী আদিবাসী দিবস হিসাবে পালিত করার কথা ঘোষণা করেন।আজ ২৫ বৎসর পূর্ন হল।

আগামীকাল ২৬বৎসরে পদার্পণ করবে এবং হুল দিবস এবং সরকারিভাবে আগামী কাল হুল দিবস হিসাবে পালন করা হবে সারা বাংলার বিভিন্ন এলাকায়। পশ্চিম বঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন কুমার দাস বলেন রায়না ২ ব্লকের সভা কক্ষে দুয়ারে শিক্ষক কর্মসূচি পালন করলাম।এলাকার ১৭০ টি আদিবাসী পরিবারের হতে ১১ রকম খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে আদিবাসী ও অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করে আসছি,এবং আগামীদিনে ও করব।

See also  ১০০ দিনের কাজের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি