আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজকের রাশিফল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজকের রাশিফল ( ৫ ই আগস্ট , ২০২১ ) :-

রাশিফল লিখেছেন , পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ ” দেবসমুদ্র”

মেষ :- মিশ্র দিন। কাজের জন বাইরে যেতে হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশী। ব্যাবসায়ীদের মুনাফা আশা করা যায়। শরীর ভালো যাবেনা। অপ্রত্যাশিত প্রেম প্রস্তাব পেতে পারেন।

বৃষ :- দিনটি মিশ্র। বাণিজ্যে সমস্যা হতে পারে।বিতর্ক এড়িয়ে চলুন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য থাকবে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

মিথুন :- দিনটি মধ্যম। প্রেমে ভুল বোঝাবুঝি। কর্মক্ষেত্রে সমস্যা। আয় যোগ ভালো। চলাফেরায় সতর্কতা প্রয়োজন।

কর্কট :- প্রেমের দিন। আয় ভাগ্য ভালো। ব্যাবসা ক্ষেত্রে সমস্যা নেই। চাকরী ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। শরীর ভালো যাবে না আজ।

সিংহ :- শুভ দিন। আয় ভালো।ব্যবসায়ে সফলতা। যেকোন সিদ্ধান্ত নেবার আগে ভাবুন।

কন্যা :- মিশ্র দিন। শরীর সাথ দেবেনা।কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ। আয় যোগ আছে। সাবধানে চলাফেরা করুন। দূর্ঘটনা যোগ আছে।

তুলা :- মিশ্র দিন। আয় ব্যয় দুই ই সমান্তরাল। কর্মক্ষেত্রে সমস্যা নেই। শরীরি সমস্যা হবে।

বৃশ্চিক :- দিনটি সমস্যাময়। কর্মক্ষেত্রে স্থিতিশীল। আর্থিক চিন্তা। মানসিক ও শারীরিক ভাবে সমস্যা থাকবে। সংসারে অশান্তি হতে পারে।

ধনু :- দিনটি সমস্যাময়। কর্মক্ষেত্রে সমস্যা। আয়ের থেকে ব্যয় বেশী। সঞ্চয়ে ভাটা। শরীর নিয়ে সতর্ক থাকুন।

মকর :- শুভ দিন। আর্থিক ভাবে আপনার দিন। আয় ভালো। সঞ্চয় ভালো হবে। সামান্য শরীরি সমস্যা হতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা।

কুম্ভ :- মিশ্র দিন। আয় ভালো। ব্যবসাতে সফলতা। প্রেমের দিন । সঞ্চয় বাড়বে। শরীরি সমস্যা হতে পারে।

মীন :- মিশ্র দিন। ব্যবসায়ী দের কোন সমস্যা নেই। চাকরিক্ষেত্রে সমস্যা হতে পারে। শরীর, মন ভালো যাবে না। প্রেমে সমস্যা। ঝামেলা এড়িয়ে চলুন

See also  সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি