আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খেরুরের খেপি মায়ের নিরঞ্জন হল মহা ধুমধামে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


আমিরুল ইসলামের রিপোর্ট

ভাতারের খেরুর গ্রামের খেপি মায়ের নিরঞ্জন হলো গতকাল রাত্রে মহাধুমধামে ।নিরঞ্জন যাত্রা কে ঘিরে ভাতারের বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়েছিল খেরুর গ্রামে।
কয়েক হাজার মানুষ পূর্ব বর্ধমান বিভিন্ন ব্লক থেকে এসেছিল খেরুর গামে আকর্ষণীয় হিসেবে ছিল আতশবাজি

মায়ের মূর্তি থাকে এলোমেলো অগোছালো, খেপি মানুষের মতো। তাই মাকে এখানে খেপি মা রূপে আখ্যা দিয়েছেন এলাকার মানুষজন।

প্রশাসনের নজর ছিল চোখে পড়ার মতো। শান্ত শুষ্ট ভাবে মায়ের নিরঞ্জন হয়। মেতে ওঠে সিঁদুর খেলায়। 

খেরুর গ্রামের বাসিন্দা পাপাই পাশারী জানান খেপি মায়ের পূজা হয় মহাধুমধামে আমাদের গ্রামে সবথেকে বড় উৎসব হলো এই খেপি মায়ের পূজা। প্রচুর মানুষ এসেছিলেন বাইরে থেকে।

See also  বাঁকুড়া গহনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার রাজগ্রামে। শুক্রবার রাতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি