আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্ষমতায় এলে সাইকেল এর পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।  বুধবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের বেড়ুগ্রামে জনসভার আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সেখানে মূল বক্তা ছিলেন রাজ্য বিজেপি যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

তিনি সাইকোলের পরিবর্তে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দেন । এছাড়াও ভোটের সময় প্রত্যেকটা বাড়িতে চাকরির সংস্থান করার প্রতিশ্রুতি দেন সৌমিত্র বাবু। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন, আমরা মনে করি আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে যারা মা মনসাকে অপমান করে তারাই অরিজিনাল যৌনকর্মী।

তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রসঙ্গে ব্যঙ্গও করতে ছাড়েননি সৌমিত্র খাঁ।  তিনি বলেন, জোড়া ফুল একটি ফুল অভিষেক আর অন্য একটি ফিরহাদ হাকিম।
এদিন অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুব্রত মণ্ডল আর পনের দিন ভালো করে রাজনীতি করতে পারবেন তারপর এলাকার মানুষ তাকে আর রাজনীতি করতে দেবে না।

See also  মকর সংক্রান্তির টুসু পরবে মাতল বাঁকুড়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি