আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বহিরাগতরা বাংলায় এসে বাংলাকে ছোট করছে – চন্দ্রিমা ভট্টাচার্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- দল ছেড়ে কে কোথায় চলে গেল তাতে কিছু যায় আসে না ।পদ্ম পাঁকে থাকে বলে কেউ যদি যেচে পাঁকে নামে তো কিছু বলার নেই ।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা ,বিধায়ক ও সাংসদদের উদ্দেশ্যে শনিবার এমনটাই কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন
বিকেলে শহর বর্ধমানের শাঁখারিপুকুর উৎসব ময়দানে অনুষ্ঠিত মহিলা তৃণমূল কংগ্রেস
আয়োজিত জনসভা।সেই সভাথেকে বিজেপির পাশাপাশি দলত্যাগীদের বিরুদ্ধেও চন্দ্রিমাদেবী আক্রমণ শানান ।


জনসভায় বক্তব্য রাখতে উঠে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন , “বহিরাগত’রা এখন বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করছে। তারা বাংলাকে ছোট’ করতে চাইছেন। তবে এইসব করে কিছু লাভ হবেনা ।বহিরাগতদের বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার করতে হবে । বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও শানিয়ে চন্দ্রিমাদেবী বলেন, “যাঁরা বাংলার মাটি চেনেন না, পূর্ব বর্ধমান জেলা চেনেন না, তাঁরা আসছেন বাংলাকে ‘দখল’ করতে । তাঁদের মধ্যে কেউ কেউ আবার রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ হওয়ার চেষ্টা করছেন। ”
জনসভায় উপস্থিত দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে চন্দ্রিমাদেবী বলেন ,তৃণমূল সরকার
মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করেছে ।
এছাড়াও রাজ্য জুড়ে প্রভূত উন্নয়ন কাজ হয়েছে । সেই সব প্রকল্প ও উন্নয়ন কাজের
কথা জনগনের কাছে তুলে ধরতে হবে । চন্দ্রিমাদেবী দাবি করেন ,বাংলার মহিলারই ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রীর আশনে বসাবেন ।


তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এইসব বক্তব্যকে যদিও কোন গুরুত্ব দিতে চাননি বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দি। তার বক্তব্য “এ সব কথা কেউ আর শোনে না। মহিলারাই তৃণমূল কংগ্রেস কে হারানোর জন্য তৈরি হয়ে রয়েছে ।

See also  মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতির অভিনব উদ্যোগ, বিয়ের খরচা বাঁচিয়ে বস্ত্র বিতরণ করলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি