আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বাদুলিয়া ফুটবল মাঠে। কর্মী সম্মেলনে এসে জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ কর্মীদের উদ্দেশ্যে বলেন দল আছে বলেই আপনারা পদে আছেন। আগামী দিনে দিদির উন্নয়ন গুলো নিয়ে মানুষের কাছে যান আমরা দিদির দলে আছি দাদার নয় ।

দাদার দলে যারা আছেন তারা ছুটি নিতে পারেন ।১০ টি গ্রাম পঞ্চায়েতে ১৭০ টি বুথ আছে ।সব কাটাতেই তৃণমূল জয়লাভ করবেন কারন এর আগে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ও বিধায়ক নবীন চন্দ্র বাগ জেলার মুখ উজ্জ্বল করেছে ।২০১৯ শে অভিষেক বন্ধোপাধ্যায় জনসভায় এসে দেখে ভেবেছিলেন কী হবে ?উনারা যা কথা দিয়েছেন তাই করে দেখিয়ে দিয়েছেন প্রায় প্রায় ৩২ হাজার ৯০০ ভোট জয় লাভ করেছেন বিষ্ণুপুর লোকসভার মধ্যে।

বিধায়ক নবীন চন্দ্র বাগ বুথের কর্মীদের গ্রামে গিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। মুখ্যমন্ত্রী যে কর্মসূচি দেবেন তার বাস্তবায়িত করতে বলেন তিনি। গ্রামে গল্পগুজব করার জন্য আটচালা থেকে শুরু করে,কবরস্থান ঘেরা, ঢালাই রাস্তা তৈরি, ঘাট বাঁধানো সবটাই করা হয়েছে এই পাঁচ বছরে। খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বহুদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। স্বাস্থ্য ভবনে দরখাস্ত দেওয়ার পর বর্তমানে সেই হাসপাতাল মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বপন দেবনাথ, জেলার 2 কো-অর্ডিনেটর অলোক মাঝি ও উজ্জল প্রামাণিক,দেবু টুডু, জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার, জেলা সভাধিপতি শম্পা ধারা, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম , বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি সহ সকল স্তরের নেতৃত্ব বৃন্দ।

See also  এক সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি