আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সম্বর্ধনা সভা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- ২০২১ বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে-রাজ‍্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগাঠণিক নতুন কমিটি ঘোষিত হচ্ছে।খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে – পুনরায় নির্বাচিত হয়েছেন – জনপ্রিয় মুখ -অপার্থিব ইসলাম(ফাগুন), যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে- শুভেন্দু পাল, এবং যুবর সহ সভাপতি হিসাবে- একদা শ‍্যামসুন্দর মহাবিদ‍্যালয়ের G.S.- রাধাকান্ত মন্ডল মহাশয়ের নাম নির্বাচিত ও ঘোষিত হয়েছে দলের পক্ষ থেকে।

Krishaksetu Bangla

খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়, বাদুলিয়ায় নব নির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপণ করা হল- পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল’ক্লার্ক এ্যাসোসিয়েশন ও শশঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।
আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন- মাধ‍্যমিক শিক্ষক সংগঠণের- অতনু নায়েক,সৌগত তা,সিরাজুল ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির- শ‍্যামসুন্দর মন্ডল,সুজিত কুমার দে, ল’ক্লার্ক এ্যাসোসিয়েশনের – নিরঞ্জন দলুই, আতাহার আলি, ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি- শ‍্যামল দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি- অসিত কুমার বাগদী, শিক্ষক নেতৃত্ব তথা জেলা পরিষদ সদস‍্য- বিশ্বনাথ রায় প্রমূখ।

 

See also  শনিবারের বারবেলায় দল ‘পাপি’ মুক্ত হল বলে দাবি করে আবির খেলে মিষ্টি মুখ করলো বর্ধমানের তৃণমূল কর্মীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি