মৃত্যুঞ্জয় যশ ( মেমারি ) :- পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লক অন্তর্গত সাতগেছিয়া কৃষি উন্নয়ন সমিতিতে ভারতীয় জনতা পার্টির 18 নম্বর জেড পি ব্যবস্থাপনায় সাতগেছিয়া এস কে ইউ এস লিমিটেডের স্বচ্ছ নিয়োগ যাতে হয় সেইজন্য ডেপুটেশন দিলেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ পোদ্দার, 18 নম্বর জেড পি সাতগেছিয়া অঞ্চল সভাপতি পিন্টু ভান্ডারী, পলাশ কুমার আরো কর্মীবৃন্দ।