আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোমেন মিত্রকে শেষ শ্রদ্ধা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ সকালে প্রয়াত জাতীয় কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র শেষ শ্রদ্ধা জানাতে গেলেন হুগলি জেলার উত্তরপাড়া পৌরসভার একমাত্র জাতীয় কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর কামাক্ষা সিং সহ উওরপাড়ার জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা।এছাড়াও বৃহস্পতিবার সকালে হুগলি জেলার

 

চন্দননগর,ভদ্রেশর,চাঁপদানী,বৈদবাটী,শেওড়াফুলি,শ্রীরামপুর,উওরপাড়া সহ জেলারবিভিন্ন জায়গায় জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মী তাদের কার্যালয়ে জাতীয় কংগ্রেসের পতাকা অর্ধেক উওলোন করে প্রয়াত সভাপতি সোমেন মিত্রের ছবিতে মালা দিয়ে প্রমাণ জানিয়ে শেষ শ্রদ্ধা অর্পণ করেন।এছাড়াও এদিন সকালে হুগলি জেলার হরিপালের বিধায়ক বেচারাম মান্না,হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি ছোট দার(সোমেন মিত্র)প্রয়াণে গভীর ভাবে শ্রদ্ধা ঞ্জাপন করেছেন।এদিন হরিপাল বিধায়ক বেচারা মান্না সোমেন মিত্রের মৃত্যুর খবর পেয়ে জানান।

আমরা বহুদিনের লড়াকু নেতাকে আজ হারালাম।সিঙ্গুর আন্দোলনে তার বেশকিছু ভূমিকা পালন করে ছিলেন।পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান শোকবার্তায় জানান।আমার সঙ্গে সোমেনের মাঝে মধ্যে তর্ক বিতর্ক হত।কিন্তু সে আমার ছোট ভাইয়ের মত ছিলেন।আজ তার প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত।মন্ত্রী তপন দাসগুপ্ত জানান আমার দীর্ঘদিনের রাজনৈতিক দলের বন্ধ।এক সময় আমরা একসঙ্গে রাজনিতি করেছি।বাঁশবেড়িয়ায় তিনি অনেকবারই এসেছেন

See also  ‘রাজভবনের নাম বদল’! তীব্র বিতর্ক—ইতিহাস বিকৃতির অভিযোগে সরব রাজনৈতিক মহল! সমাজে বিভাজন বাড়ে এবং অপ্রয়োজনে উত্তেজনার সৃষ্টি হয়, দাবি পূর্ব বর্ধমান জেলা পরিষদ অধক্ষে- র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি