সিদ্ধার্থ পাকিড়া ( জামালপুর ) :-
পূর্ব বর্ধমান জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালী গ্রামে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল। এছাড়াও জানিয়েছেন বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের 15 লক্ষো টাকা দেবার দাবি করেছিলেন তাও দিতে পারেনি এবং বিজেপি যা নিয়োম নিতি চালু করছেন তাতে করে সাধারণ মানুষের খুব ক্ষতি হবে বলে জানিয়েছেন । মিছিলে যোগ দিয়েছিলেন 250 থেকে 300 জন তৃণমূলের কার্যকরতার।নেতৃত্বে ছিলেন জামালপুর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রফিকুল ইসলাম (মিন্টু)এবং ( মন্টু মীর্জা )এছাড়া সদস্য সহ অন্যান্যরা।