আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রামপুরহাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের কৃষি মন্ত্রী ড: আশিস ব্যানার্জি ও এলাকার বিধায়ক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল ( রামপুরহাট ) :-
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির আদেশে প্রত্যেক বিধানসভায় বিধায়করা সাংবাদিক বৈঠক করবেন ঠিক এদিন বীরভূমের রামপুরহাট বিধানসভার বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি সাংবাদিক বৈঠক করেন রামপুরহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে । নাম করেই বিজেপিকে কটাক্ষ করেন, আশিষ ব্যানার্জি, তিনি একটি কোথায় বলেন।

 

দেশজুড়ে করোনা ভাইরাসের জন্য রাজ্যে লকডাউন জারি করা হয়েছে, যার ফলে সবকিছুই আজ বন্ধ, বাজারহাট দোকানপাট থেকে সরকারি বেসরকারি স্কুল কলেজ অফিস সব বন্ধ । এখন সকলেই আজ পায় কর্মহীন হয়ে পড়েছে, ঠিক তাদের কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেক এলাকাতে ত্রাণ পাঠিয়ে দিয়েছে,
মানুষের সুবিধার জন্য রেশনে চাল আলু ,ময়দা বাড়িয়ে দিয়েছে এই এবং শ্রমিকদের জন্য সরকারি করেন করা হয়েছে যেখানে তিন থেকে চার বেলা খাবার দেওয়ার এবং মেডিক্যাল চেকআপ করানো হয় ।এই সমস্ত কথাগুলি কর্মসূচির সবকিছুই প্রকাশ করলেন রাজ্যের কৃষি মন্ত্রী মন্ত্রী ব্যানার্জি।
See also  স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা লরির ধাক্কায় মৃত্যু ২ পথচারীর , জখম ২

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি