আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোভিড -19

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
-শ্রাবন্তী মালিক –
য়াবহ দৃশ্য এক চলমান এখন বিশ্বে
লক্ষ লক্ষ প্রান হারাচ্ছে করোনার কোপে,
লড়ছে সবাই রুখতে মরন-
পাচ্ছে না তবু করোনা নিধনের উপকরন।
কোভিড -19 নাম নাকি তার,
রুখতে পারবো একে যদি পদক্ষেপ নিই সচেতনতার।।
যদি মোরা হাত ধুয় বারবার,কম করি মেলামেশা-
রুখতে পারবো কিছুটা হলেও এর ভয়াবহতা।
কত আপনজন লড়ছে মৃত্যুর সঙ্গে –
হারিয়েছে বহু প্রিয়জন করোনার টানে।
ডক্টর,নার্স,পুলিশ,আর্মি-আরও যারা এই যুদ্ধে সামিল,
সম্মান জানিয়েও মিটবে না তাদের অবদানের দাম।
ভালো থাকুক তারা,মৃত্যু ভয় না করে দেশের সেবাই নিযুক্ত যারা।
অলৌকিক ক্ষমতার অধিকারী- God,allah ,jesus-
তাদের ক্ষমতা কী ফুরিয়েছে এবার?
তবুও বিশ্বাসের জোরে তাদের কাছেই প্রার্থনা-
এই বিশ্ব যেন শিঘ্রই সুস্হ সকাল পায় এটাই কামনা।।

See also  আবার রায়দীঘিতে ডুবে গেল একটি ট্রলার,উদ্ধার ১৪ জন মৎস্যজীবি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি