কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- বৈধ নতি ছারাই গ্যাস সিলিন্ডার নিয়ে যাতায়াত করছিলো একটি গাড়ি ।৩২টি গ্যাস ভর্তি বানিজ্যিক কাজে ব্যাবহার সিলিন্ডার উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ ।বর্ধমানের সদরঘাট তেলিপুকুর এলাকায় বৃহস্পতিবার রাতে নাকাচেকিয়ের সময় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই করা গাড়িকে আটক করে পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফরর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা চালকের কাছ থেকে বৈধ নথীপত্র দেখতে চাইলেও দীর্ঘ সময় ধরে সে কনো বৈধ কাগপত্র দেখতে না পারায় তাকে আটক করা হয়েছে ।
গ্যাস বোঝাই সিলিন্ডার গুলোকে কানাইনাটশাল গ্যাস গোডাইনে নিয়ে এসে রাখা হয়েছে ।গোটা বিষয় খুতিয়ে দেখছে তদন্তকারীরা ।শক্তিগড়ের দিক থেকে গাড়ি বোঝাই করে ,বর্ধমানের উপর থেকে যাওয়ার সময় গাড়ি আটক করে পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফরর্সমেন্ট ব্রাঞ্চ ।কোথা থেকে কথায় এই প্রচুর পরিমান গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিলো তার খোজ শুরু করেছে তদন্তকারীরা ।এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে ।