কলকাতার প্রথম 10 শিল্পপতিদের নামের মধ্যে উঠে আসেন সুজাতাম লাইফ স্টাইলের কর্ণধার সোমনাথ মুখার্জী। তিনি একজন চাকুরীজীবি মানুষ। তবে তার পরিচয় এখানেই শেষ নয়। কলকাতার অন্যতম বড়ো ব্যবসাদার তিনি। তিনি তার স্ত্রী সুজাতা মুখার্জিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তার প্রতিটি কাজে সব সময় তার সহধর্মিণী সুজাতা মুখার্জিকে পাশে পান তিনি। সোমনাথ মুখার্জীর স্ত্রীর নামে এই সুজাতাম লাইফ স্টাইল কলকাতার রাজ করছে।
সুজাতাম লাইফ স্টাইল শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং সারা ভারত বর্ষ জুড়ে সুজাতাম লাইফ স্টাইলের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। অনলাইনের মাধ্যমে পৌঁছে গিয়েছে বিদেশের কোনায় কোনায় প্রত্যেকের ঘরে। বিগত দুই বছর ধরে করোনা পরিস্থিতির কারণে লকডাউনের মধ্যেও সুজাতাম লাইফ স্টাইল প্রত্যেক মানুষের আবেগের কথা ভেবে অভাবনীয় ভাবে অনলাইনের মাধ্যমে সার্ভিস দিয়ে গেছেন। এই সাফল্যের পিছনে রয়েছে কায়িক পরিশ্রম। আজ সুজাতাম লাইফ স্টাইলে এলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজসেবিকা পায়েল সরকার। সুজাতাম লাইফ স্টাইল সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করলেন তিনি।