আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে মাস্ক বিতরণ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলা চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে বর্ধমানের প্রানকেন্দ্র কারর্জনগেট চত্বরে পথচলতি মানুষদের মাক্স বিতরন করা হলো শুক্রবার।এদিন এই মাক্স বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী,বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় সহ অনান‍্যারা।

এদিন পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রের্ডাসের চেয়‍্যারম‍্যান বিশ্বেশ্বর চৌধুরী জানান এই মাক্স বিতরন কর্মসূচি আগামী ৭দিন ধরে চলবে।শারদ উৎসব শেষ হতেই হু হু করে বেরেছে করোনা সংক্রমন পূর্ব বর্ধমান জেলায় ।ইতিমধ্যে এদিন বর্ধমান শহরের২৭নম্বর ওয়ার্ড শ‍্যামলাল এলাকায় কন্টেনমেন্ট জোন এলাকায় করে দেওয়া হয়ে জেলা প্রশাসনের তরফ থেকে, ইতিমধ্যে ওই এলাকায় ১৭জন করোনা আক্রান্ত হয়েছে।

See also  মুখে বিষ ঢেলে স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা - গ্রেপ্তার স্বামী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি