আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রামকৃষ্ণ চক্রবর্তী ( বর্ধমান ) :- তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন এর মধ্যে অন্যতম জয় হিন্দ বাহিনী. পূর্ব বর্ধমান জেলায় জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে. লকডাউনের সময় জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে রক্তদান শিবির, মাস্ক এবং স্যানিটাইজার বিলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ।

সেইরকমই পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে শনিবার কালিবাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করা হয়. সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, রাজ্য এসটি ওবিসি সেলের সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক,বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান সমরজিৎ দাস ।

জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী বলেন, জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জীর চিন্তাধারায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আগামী দিনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করতে আপনাদের আহ্বান করা হয়েছে. জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে 15 ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন বেশ কিছু কর্মসূচি করা হবে. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 16 ই আগস্ট খেলা হবে দিবস পালিত হবে বর্ধমান, কালনা,কাটোয়া,মেমারি ও বিভিন্ন ব্লকে ।

জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক বলেন,আপনারা জানেন আজ 14 ই আগস্ট কন্যাশ্রী দিবস. পশ্চিমবঙ্গে প্রায় 73 লক্ষ্য ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে. এত বড় একটা প্রকল্প ভারতবর্ষের কোন কোন রাজ্যে আছে বলে আমার জানা নেই. এছাড়াও জয়হিন্দ বাহিনী রাজ্য সভাপতির কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয় হিন্দ বাহিনী পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের করণা মহামারী কে উপেক্ষা করে মানুষের পাশে থেকেছে ।

See also  রায়নার সেহারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি