আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৬ জুন থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল রাজ্য , দেখে নিন এক ক্লিকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

১৬ জুন থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল রাজ্য



১) ২৫ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলবে।

২) বেসরকারি অফিস ১০-৪ টে থেকে খোলা। ২৫ শতাংশ কর্মী উপস্থিতি থাকতে পারেন।

৩) কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করবে অফিস। ই-পাসের ব্যবস্থা থাকবে।

৪) প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা। টিকার দুটো ডোজ সম্পূর্ণ হলে তবেই ঢোকা যাবে পার্কে।

৫) বাজার খোলা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।
অন্যান্য দোকান খোলা থাকবে ১১-৬ টা পর্যন্ত।

৬) শপিং মল ১১-৬টা পর্যন্ত খোলা, ২৫ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবেন না। একসঙ্গে সর্বাধিক ঢুকতে পারবেন ৩০ শতাংশ ক্রেতা।

৭) স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না।

৮) শুটিং ইউনিটে ৫০ জন সদস্য হাজির থাকতে পারবেন। প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে।

৯) স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ।

১০) লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ। বন্ধ বাস পরিষেবাও।
জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি, অটো বন্ধ।

১১) সামাজিক-রাজনৈতিক জমায়েত বন্ধ।

১২) সিনেমা হল, বিউটি পার্লার, স্পা বন্ধ ।

১৩) বিয়েতে সর্বাধিক ৫০ জন হাজির থাকতে পারবেন।

১৪) শেষকৃত্যে ২০ জনের বেশি নয় ।

১৫) ব্যাংক ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা ।

১৬) রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কোনও গাড়ি চলবে না। জরুরি কাজ ছাড়া বাইরে বেরনো যাবে না।

See also  এবার সামনে এল ভেজাল বিড়ির কারবার। নকল বিড়ি তৈরির অভিযোগে গ্রেপ্তার 2 ভেজাল বিড়ি কারবারি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি