আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজীব ব্যানার্জী সম্পর্কে কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজীব ব্যানার্জি ভোটের সময় সিআইএসএফ কে দিয়ে অনেক অত্যাচার করেছিল স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে আমাদের দলের ছেলেদের ক্ষোভ রয়েছে, কুণালের কাছে গেল মানেই এই নয় সে গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে গেল-দাবী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির* l আজ শেওড়াফুলিতে রেলের হকারদের “খাদ্য বিতরণ” কর্মসূচিতে এসে তিনি এ কথা বলেনl পাশাপাশি রাজীব ব্যানার্জীর বিরুদ্ধে তার ক্ষোভের কথা তিনি জানানl একই সাথে তার অভিযোগ নরেন্দ্র মোদি তৃণমূল সাংসদের সাথে বৈমাতৃমূলক আচরণ করছেন তা যথেষ্ট নিন্দনীয়l তিনি দাবি করেন প্রয়োজনে সাংসদদের স্যালারি বন্ধ করে দিয়ে এমপি কোটার টাকা দেওয়া হোক, যাতে জনগণের উন্নয়নের কাজে লাগেl পাশাপাশি এদিন তিনি পিকের ভূমিকা নিয়ে প্রশংসা করেনl

See also  করোনা সংক্রমণ রুখতে শুক্রবার থেকে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি