আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারি হাসপাতালে সাফাই অভিযান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মেমারি ( সেখ সামসুদ্দিন ):- মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান চালানো হয়। এই কাজে সহযোগিতা করেন স্বাস্থ্য দপ্তরের কর্মী, ভিআরপি ও ভিসিডি কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ‍্যক্ষ রেনুকা মহন্ত, খাদ‍্য কর্মাধ‍্যক্ষ নমিতা কর, সদস‍্য তথা প্রাক্তন সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ অন‍্যান‍্য সদস্য, ব্লক ও পঞ্চায়েত সমিতির কর্মীবৃন্দ, হাসপাতালের বিএমওএইচ, সিস্টার সহ স্বাস্থ্যকর্মীবৃন্দ।

এদিন সকলেই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পড়ে ঝাঁটা, কাস্তে হাতে নিয়ে রীতিমত পরিস্কার পরিচ্ছন্ন করেন। প্লাস্টিক সহ সমস্ত বর্জ‍্য বস্তাবন্দী করে এক জায়গাই স্তুপ করে রাখা হয় এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে ও স্প্রে করে এলাকার সুস্থ পরিবেশ অনেকটাই ফিরিয়ে আনা হয়। সভাপতি জানান ওগুলো  এক জায়গায় গর্ত করে মাটি চাপা দেওয়া হবে। এই কর্মসূচি মাঝে মধ‍্যেই নেয়া হবে।



See also  বাঁকুড়া কাদেরাবাদ দরগাহ হযরত শাহ সূফী আজমাতুল্লাহ এঁর ঊরস মোবারকে শান্তি ও সম্প্রীতির বার্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি