অনির্বাণ দত্ত, বিধান নগর:-
আজ কলকাতা কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডে স্থানীয় বিধায়ক শ্রী পরেশ পাল এবং ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজিত পাল এর উদ্যোগে প্রায় 500 গরীব দুস্থ পরিবারের হাতে চাল, ডাল,আলু, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। বিধায়ক শ্রী পরেশ পাল জানান যে লকডাউন শুরুর দিন থেকে তিনি এবং তার বিধানসভার অন্তর্গত কাউন্সিলররা আর বিশেষ করে ব্লক সভাপতি অজিত পাল তাদের এলাকার মানুষের পাশে যথাসম্ভব থাকার চেষ্টা করেছেন।
এছাড়াও তিনি বলেন যে মমতা ব্যানার্জি শুধু বাংলায় নয় ভারতবর্ষের গর্ব,একদিকে করোনা অন্যদিকে আমফানের তান্ডব এই দুই থেকে বাংলাকে যেভাবে শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছেন তা দেশের কাছে একটি বিরল দৃষ্টান্ত। এছাড়া তিনি জানান যে যারা দলে থেকে দলের নামে বিরুদ্ধাচারণ করবেন তা তিনি একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসাবে তা মেনে নিতে পারবেন না।
এছাড়া ব্লক সভাপতি শ্রী অজিত পাল মহাশয় জানান এই এলাকার আট থেকে আশি সবাই জানে যে ঝড় জল বৃষ্টি যখনই মানুষ অসুবিধায় পড়েছে তখন মুশকিল আসান হিসেবে একজনই হাজির হয়েছেন আর তিনি হলেন পরেশ পাল।