পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত শালুন মোড়ে হিরোর বাইক শোরুমের উদ্বোধন হলো। সাধারণ মানুষ একটি গাড়ির শোরুম থেকে যাবতীয় যা কিছু সুবিধা পায় এই সমস্ত সুবিধা পাওয়া যাবে এই শোরুম থেকে।
গাড়ি কেনাবেচা তো রয়েছে সঙ্গে বিভিন্ন রকম সার্ভিস, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, কেনা থেকে শুরু করে গাড়ি এক্সচেঞ্জেরও সুবিধা থাকবে এই শোরুমে। খণ্ডঘোষ থানার সালুনের মত এক প্রত্যন্ত গ্রামীন ব্যবসার জন্য বেছে নিয়েছে হিরো কোম্পানি। গ্রামীন এলাকায় হিরোর চাহিদা রয়েছে ভালোই।
এক লাখ টাকার কমে গাড়ি কিনতে হলে হিরোর জুড়ি মেলা ভার। ২৩ বছর ধরে মোটরবাইকের জগতে এক নম্বরে রয়েছে হিরো কোম্পানি।
যেহেতু শোরুমটি নতুন উদ্বোধন হয়েছে আজকেই তাই আগামী কয়েক দিনে যারা এই শোরুম থেকে গাড়ি ক্রয় করবেন তাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
ফ্রিতে দেওয়া হবে হেলমেট। ফ্রিতে দেওয়া হবে পেট্রোল। থাকছে আকর্ষণীয় অফার যেগুলি গাড়ির মডেল অনুযায়ী দেওয়া হবে গ্রাহকদের। ফাইনান্স এর সুবিধাও রয়েছে। এমনটাই জানালেন শোরুমের একজন ওনার অনুপম পাঁজা।