আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ ইলামবাজার সুভাষ গ্রামা গাড়ির সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবা দিতে এসেছেন চেন্নাই থেকে দুজন হাড়ের ডাক্তার সিউড়ি সদর হসপিটালে ডাক্তার বিশ্বনাথ আচার্য বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল চোখের ডাক্তার। রিয়া রায় এছাড়াও দুর্গাপুর মিশন হসপিটাল থেকে এসেছেন ডাক্তার হুমায়ুন কবির।

 

ক্লাবের অন্যতম সম্পাদক বিশ্বজিৎ মালিক এক সাক্ষাৎকারে জানান আজকের অনুষ্ঠানে ইলামবাজার ব্যক্তিদের ঠিক সাহায্যে এবং ক্লাবের আর্থিক অনুকূলে চিকিৎসা পরিষেবার সমস্ত খরচ বহন করা হচ্ছে। আজকের শিবিরে বিভিন্ন এলাকা ও বর্ধমান জেলায় আংশিক এলাকা থেকে সাড়ে চারশোর উপরে রোগীরা তারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন।

 

প্রতিবছর এরকম ভাবে তারা চিকিৎসা পরিষেবা ও সমাজসেবক কাজ করে আসছে বলে জানাচ্ছেন অন্যতম সদস্য সুদীপ ব্যানার্জি।

            Baixar              Bytebaixar

See also  রায়না এক নম্বর ব্লকের সেহারা অঞ্চলের বিদ্যালয়গুলো স্যানিটাইজেশন এর কাজ চলছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি