আজ ইলামবাজার সুভাষ গ্রামা গাড়ির সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবা দিতে এসেছেন চেন্নাই থেকে দুজন হাড়ের ডাক্তার সিউড়ি সদর হসপিটালে ডাক্তার বিশ্বনাথ আচার্য বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল চোখের ডাক্তার। রিয়া রায় এছাড়াও দুর্গাপুর মিশন হসপিটাল থেকে এসেছেন ডাক্তার হুমায়ুন কবির।
ক্লাবের অন্যতম সম্পাদক বিশ্বজিৎ মালিক এক সাক্ষাৎকারে জানান আজকের অনুষ্ঠানে ইলামবাজার ব্যক্তিদের ঠিক সাহায্যে এবং ক্লাবের আর্থিক অনুকূলে চিকিৎসা পরিষেবার সমস্ত খরচ বহন করা হচ্ছে। আজকের শিবিরে বিভিন্ন এলাকা ও বর্ধমান জেলায় আংশিক এলাকা থেকে সাড়ে চারশোর উপরে রোগীরা তারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন।
প্রতিবছর এরকম ভাবে তারা চিকিৎসা পরিষেবা ও সমাজসেবক কাজ করে আসছে বলে জানাচ্ছেন অন্যতম সদস্য সুদীপ ব্যানার্জি।