রথীন রায় :- চলছে ভালোবাসার সপ্তাহ ব্যাপী উৎসব ! মনের মানুষকে আর দেরি না করে মনের কথা বলে দিন ! প্রেমিক প্রেমিকরা, স্বামী স্ত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৪ ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডের জন্য ! ভালোবাসার সপ্তাহ শুরু হয় প্রত্যেক বছর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ! সবারই নানান রকম পরিকল্পনা থাকে, কে কীভাবে তাঁর মনের মানুষকে খুশি করবে ! কোন কোন রাশির এই “ভালবাসার সপ্তাহ” খুব যাচ্ছে, দেখে নিন !
“মেশ”➡️ রাশির জাতক-জাতিকারাদের খুব ভালো যাচ্ছে ! যাদের এখনও বিয়ে হয়নি মানে অবিবাহিতরা তাঁরা তাঁদের মনের মানুষ খুঁজে পাবেন ! বিবাহিতদের এই সময়টা খুব ভালো কাটাবে ! যদি আপনার মনের মানুষ মেষ রাশির হয় তাহলে তাঁকে ভ্যালেন্টাইন্স ডের দিন সাদা গোলাপ বা সাদা রঙের চকোলেট দিন ! না হলে সুন্দর গন্ধযুক্ত পারফিউম দিন ! তাতে আপনারা আরোও কাছে আসতে পারবেন !
“বৃষ”➡️ রাশির ব্যক্তিরা এই বছরের ভ্যালেন্টাইনস ডে দিন বিশেষভাবে স্মরণীয় হতে থাকবে ! এই রাশির জাতিকারা রাজপুত্রের মত মনের মানুষ পাবেন ! যার সময়ে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন, আপনার ভালোবাসার মানুষকে গেরুয়া বা লাল রঙের পোশাক উপহার দিন ! তাতে ভালোবাসা আর গাঢ় হবে !
“মিথুন”➡️ রাশির লোকেরা খুব তাড়াতাড়ি মনের মানুষ পাবেন ! তবে, বিয়ের সম্ভবনা এই সময়ে খুব কম ! যদি আপনার মনের মানুষের মিথুন রাশি হয় তাহলে তাঁকে হলুদ ফুলের তোড়া বা হলুদ জামাকাপড় দিন, উপকার পাবেন !
“কর্কট”➡️ এই বিশেষ দিনে এই রাশির মানুষেদের ভালোবাসার মানুষ পাবেন ! যদি আপনার সঙ্গী কর্কট রাশির হয়, তাহলে তাকে নীল ফুলের তোড়া বা নীল পোশাক উপহার দিন !
“সিংহ”➡️ রাশির লোকেদের বিশেষ দিনটি মনের রাখার মত থাকবে ! এবার আপনি আপনার মনের মানুষের সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন ! যারা এখনও কাছের মানুষ পাননি, তাঁরা খুব তাড়াতাড়ি মনের মানুষ পাবেন ! আপনার যদি মনের মানুষ সিংহ রাশির হয় তাহলে, সবুজ ফুলের তোড়া উপহার দিন !
“কন্যা”➡️ রাশির লোকেরা নিজের মনের মানুষের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে’র দিন লাঞ্চ-ডিনারে যেতে পারেন ! ভালো সময় কাটাতে পারাবেন ! যারা এখনও মনের ভালোবাসার মানুষ পাননি, তাঁদের মনের মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে !