আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার কাপড়ের দোকানে আক্রান্ত চিকিৎসক – ভাংলো হাতের আঙুল

By Pradip Chatterjee

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সোফিয়া তাখেলারবাম কাপড়ের দোকানে গিয়ে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন দোকান মালিকের স্ত্রী, নয়ন মনি বৈরাগ্যের বিরুদ্ধে।

হামলার ঘটনা

সোফিয়া তাখেলারবাম জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি ওই দোকান থেকে কয়েকটি শাড়ি এবং ব্লাউজ কিনেছিলেন। বুধবার বিকালে তিনি দুটি ব্লাউজ পাল্টাতে দোকানে যান। তখন দোকান মালিকের স্ত্রী প্রথম থেকেই তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে।

টেবিল অফ কনটেন্ট

  1. ঘটনা বিবরণ
  2. হামলার ঘটনা
  3. চিকিৎসকের প্রতিবাদ
  4. পুলিশ তদন্ত
  5. দোকান মালিকের বক্তব্য

চিকিৎসকের প্রতিবাদ

চিকিৎসক সোফিয়া প্রতিবাদ করলে নয়ন মনি বৈরাগ্য তাকে দোকানের ভিতরে মারধর করে। অভিযোগ রয়েছে যে, হামলায় তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। এই ঘটনার পর তাঁর পরিবারের লোকজন সেখানে উপস্থিত হয়ে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।

পুলিশ তদন্ত

এই ঘটনার প্রেক্ষিতে সোফিয়ার স্বামী রাতের দিকে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দোকান মালিকের বক্তব্য

দোকান মালিক শ্যামল বৈরাগ্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

See also  এক ক্লিকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।