আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় রহস্যজনক মৃত্যু দুই গ্যারেজ কর্মীর

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :-  রহস্য জনক মৃত্যু হল মোটর গ্যারেজের দুই কর্মীর।পূর্ব বর্ধমানের রায়না থানার পলেমপুরে গ্যারেজের ওই দুই মৃত কর্মীর নাম সন্তোষ ওরাং (১৮) ও সুনীল ওরাং (১৬)। পুরুলিয়ার
বান্দোয়ান থানার ধবানি গ্রামে তাদের বাড়ি । রবিবার ভোর রাত থেকে হঠাৎতই তাঁদের অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় । দু’জনকেই নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিনই মৃত দু’জনেরই মৃতদেহের ময়নাতদন্ত হয় বর্ধমান
হাসপাতাল পুলিশ মর্গে । অস্বাবাভিক মৃত্যুর মামলা রুজু করে রায়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,প্রায় ছয় মাস আগেথেকে সুনীল রায়নার পলেমপুরের গ্যারেজে কাজ করছে । সন্তোষ মাস দুই আগে একই গ্যারেজে কাজে যোগ দেয় । তাদের সঙ্গে পুরুলিয়ার একই এলাকা নিবাসী কাশীনাথ ওরাং গ্যারেজে থাকতেন । কাশীনাথ
ওরাং দীর্ঘদিন ধরে গ্যারেজে কাজ করছেন ।
তিনজন একসঙ্গে মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান । কাশীনাথের কিছু না হলেও রবিবার ভোররাত থেকে হঠাৎই সন্তোষ ও সুনীলের অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। তারা পেটের যন্ত্রনায় কাতরাতে শুরু করলে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্তোষ ও সুনীলকে মৃত ঘোষণা করেন।

 

এই খবর পেয়ে এদিন সকালেই বর্ধমান হাসপাতালে পৌঁছান রায়না থানার ওসি পুলক মণ্ডল ।তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি গ্যারেজের মালিক ও কাশীনাথের সঙ্গে কথা বলে ঘটনার বষয়ে খোঁজ খবর নেন । রাতের খাবারের বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হতে পারে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান। পুলিশ খাবারের নমুনা সংগ্রহ করেছে ।

গ্যারেজের দীর্ঘদিনের কর্মী কাশীনাথ পুলিশকে জানিয়েছে ,রাতে তারা নিজেরাই ভাত ও সোয়াবিনের তরকারি রান্না করেছিলেন । সেই খাবার খেয়েই তারা শুয়ে পড়েছিলেন। ভোর রাত থেকে সন্তোষ ও সুনীলের অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলে তারা ছটফট করতে শুরু করে । কাশীনাথ বলেন , খাবারে বিষক্রিয়া হলেতো তিনিও অসুস্থ হয়ে পড়তেন । পুলিশকে এই বিষয়টিও ভাবিয়ে তুলেছে । রায়না থানার ওসি বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত দু’জনের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। যে খাবার তারা খেয়েছিল তার নমুনা ফরেনন্সিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

See also  আলু ও দাঁড়িপাল্লা নিয়ে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি