শেখ সাদ্দাম ( মালদা ) :- ঘুমন্ত অবস্থায় যুবককে লক্ষ্য করে গুলি,,অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক ও পরিবারের সদস্যরা। গুলি চালানোর ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী ও পরিবারের সদস্যরা । জানা গেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ *নং* ব্লকের মালতিপুর অঞ্চলের সানচিয়া গ্রামে,, পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম সাগর সরকার পেশায় ট্রাক্টর চালক ।
তিনি পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে নিজের পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন সবার ঘরে তারমধ্যে হঠাৎই ঘরের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পাই শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাদের,,প্রথমে টিভি বা মোবাইল ব্লাস্ট হয়েছে ভেবেছিলেন তিনি পরে দেখতে পান কার্তুজ পড়ে আছে আতঙ্কে চিৎকার শুরু করে পরিবারের লোকজন শব্দ শুনে শব্দ শুনে ভিড় জমায় আশে পাশের প্রতিবেশীর ,,ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। চাঁচল ২ নং ব্লকের মালতিপুর অঞ্চলের সানচিয়া গ্রামে।
এনিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে
সাগর সরকার সাঞ্চিয়া গ্রামের শাসকদলের বুথ সভাপতি আর বুথ সভাপতির কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এই খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। বিধায়ক পরিবারকে আশ্বাস দিয়েছেন এই গুলি চালানোর ঘটনায় কারা জড়িত তা পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে।