বর্ধমান শহরের বিজয়রামে একটি খড়ের ছাওনি দেওয়া বাড়িতে মঙ্গলবার রাতে হঠাৎই আগুন ,স্থানীয় সুত্র মারফৎ খবর ডিমের ট্রে জ্বালানো হয়েছিলো ছাগল ঘড়ে, তার থেকেই আগুন লেগে ভষ্মীভূত হয়ে হয়ে যায় গোটা বাড়ি।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ আসে ,তার আগেই স্থানীয় মানুষজনের তৎপরতায় জল দিয়ে আগুন নিমিয়ে ফেলা হয়।তবে সুত্রমারফৎ আরও জানা যায় বেশ কয়েকটি ছাগলের মৃত্যু হয়েছে বলে ।তবে মানুষের কনো মৃত্যু হয়নি।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি