বার বার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠছে আরামবাগ মহুকুমার খানাকুল ব্লক।মঙ্গল বার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের রাজনৈতিক সংঘর্ষে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ সুপার কে দেখার নির্দেশ দেন।
এর পরই নড়েচড়ে বসে হুগলী প্রশাসন।বুধ বার খানাকুলের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক অভিযোগে ছয় জন অভিযুক্ত কে গ্রেপ্তার করে এবং গোপন সূত্রে খবর পেয়ে ৭২ টি তাজা বোমা উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দের কাছ থেকে ভিবিন্ন ধরণের আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।