আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যারাটে এ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর সিহান কাতসুতোসি সিনহা আসছেন বর্ধমানে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রিম্পা সনকার :-   আগামী ১৮ই মে জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর সিহান কাতসুতোসি সিনহা আসছেন বর্ধমানে। মূলত পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের আরও উন্নত মানের প্রশিক্ষণ দেবার উদ্দেশ্যে তিনি আসছেন বলে জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার বর্ধমান শহরের একটি হোটেলে এই সংগঠনের ব্লাক বেল্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিতে উপস্থিত হয়েছিলেন জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়ার চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী।

 

ছাত্রছাত্রীদের আরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার লক্ষে প্রশিক্ষকদের এই ধরনের প্রশিক্ষণ জরুরী। তাই জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশনের নির্দেশ মতো ক্যারাটে প্রশিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন সোমনাথ বাবু। প্রশিক্ষকরা আপডেট থাকলে তবেই ছাত্রছাত্রীদের সেরাটা দেওয়া যাবে। জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর সিহান কাতসুতোসি সিনহার বর্ধমানে আসার খবরে উল্লসিত জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার ছাত্রছাত্রী থেকে প্রশিক্ষক সকলেই।

 

See also  মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর পোস্ট ছড়িয়ে গ্রেপ্তার বিজেপি কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি