কৃষ্ণ সাহা
রাতের অন্ধকারে বালি তোলার সময় ২ টো জেসিপি সহ ১২ টি ট্রাক্টর কে আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বড়বৈনান অঞ্চলের ফতেপুর এলাকায়। ফতেপুর এলাকার মণ্ডেশ্বরী নদী থেকে রাতের অন্ধকারে বালি তোলার সময় ২ টো জেসিপি সহ ১২ টি ট্রাক্টর কে আটক করেছে মাধবডিহি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত সহ থানার অন্যান্য অফিসার এসআই কল্লোল কবিরাজ, এসআই উদয় ঘোষ, পি এস আই সিসম দাস , এ এস আই আব্বাস উদ্দিন আহমেদ সহ বিশাল পুলিশ বাহিনী রাতের অন্ধকারে ওই এলাকায় পৌঁছায়। সেখানে গিয়ে তাদের কাছে বালি তুলতে থাকা ব্যক্তিদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় রাতেই তাদেরকে আটক করে মাধবডিহি থানায় নিয়ে আসা হয়।
আজ সোমবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ২ টি জেসেপি ১২ টি ট্রাক্টর সহ ৫ জনকে বর্ধমান আদালতে পাঠায় মাধবডিহি থানার পুলিশ। কে বা কারা এই অবৈধ ভাবে বালি তোলার কাজের সঙ্গে যুক্ত আছেন তার তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ।