আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরস্বতী পূজা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, এখনো অমিল সরস্বতীর বায়না।,চিন্তায় রতুয়ার মৃৎশিল্পীরা।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সরস্বতী পূজা হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন,এখনো অমিল সরস্বতী বায়না,চিন্তায় রতুয়ার মৃৎশিল্পীরা।করোনা সংক্রমনের জেরে রাজ্যে আগেই বন্ধ,রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তারমধ্যে করোনা প্রকোপের দুশ্চিন্তা, এই পরিস্থিতিতে সামনেই সরস্বতী পূজা,,প্রতিবছরের মতো এবছরও আগাম মৃৎশিল্পীরা চুরান্ত ব্যস্ত সরস্বতী ঠাকুর বানাতে সোমবার এমনই ব্যস্ততার ছবি ধরা পরল মালদা জেলার রতুয়া ব্লকের পাল পাড়ায় গুলিতে,আগাম অর্ডারের আশায়

 

 

 

রাস্তার দুই ধার ও বাড়ি ভর্তি রয়েছে বাগদেবীর সারিসারি মূর্তি কিন্তু আগের তুলনায় এবছর অর্ডার খুবই কমএই সময় দিন রাত এক করে মৃৎ শিল্পীরা গড়ে তুলছেন প্রতিমা কিন্তু বিগত বছর থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন না শিল্পীরা,,তারমধ্যে বাজারের,মূর্তি তৈরির সরঞ্জাম এর চড়া দাম যেন দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না । এই সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমার অর্ডার নেই বললেই চলে, এক মৃৎশিল্পে, জানিয়েছেন আমরা এই কাজ ছেড়ে বাইরে কোনো কাজও করতে যেতে পারিনা এখন শুধু বংশ পরম্পরায় টিকিয়ে রাখার জন্য, আমাদেরকে এই মাটির কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে,

See also  নারদ মামলায় সিবিআইয়ের হাতে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে পুড়লো মোদি ও ধনখড়ের কুশপুতুল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি