আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ব্যবসায়ী দের নিয়ে পুলিশের বৈঠক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তার আগে যাতে কোন রকম অপ্রতিকর ঘটনা না ঘটে তার কারনে প্রতিটি থানার পক্ষ প্রতিটি বাজারে কড়া নিরাপত্তা কথা চিন্তা করে প্রতিটি থানায় আজ পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে সমস্ত রায়না থানার এলাকার বাজার কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় রায়না থানা প্রাঙ্গণে।

 

 

Police meeting

 

 

 

আজ এই অনুষ্ঠানে মূল বিষয়বস্তু ছিলো রায়না থানার অন্তর্গত সমস্ত এলাকার সমস্ত রকমের ব্যবসার ক্ষেএে কোনোরূপ অসুবিধায় যাতে না পরতে হয় ব্যবসায়ীদের ও তার জন্য করা নিরাপত্তা ব্যবস্থা নিলেন রায়না থানার ওসি সৈকত মন্ডল ।

 

 

Police meeting

 

 

 

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এস ডি পি ও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী। তিনি জানান ব্যবসায়ি দের সতর্ক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামনে পুজো, তারপর শীত পড়তে শুরু করবে যাতে কোন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য আগাম এই ব্যবসাদারকে সতর্ক করা হলো।

 

 

 

 

 

এদিনের বৈঠকে এসডিপিও ছাড়া উপস্থিত ছিলেন সিআইসি রজত কান্তি পাল, রায়না থানার ওসি সৈকত মন্ডল, সেহারা পুলিশ ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস।

See also  এক বছর পর ফের মৃত্যু মিছিল শুরু, বাড়ছে করোনা সংক্রমন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি