আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী , শিশুকন্যা ও শ্যালিকাকে জখম করার অভিযোগে গ্রেফতার স্বামী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :-
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী,শিশু কন্যা ও শ্যালিকাকে জখম করার অভিযোগে গ্রেফতার হল স্বামী। ধৃতের নাম পরান বারুই ।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ষাঁড় গ্রামে।গুরুতর জখম পরানের ১০ মাস বয়সী শিশুকন্যা , স্ত্রী সুমিত্রা ও শ্যালিকা মালতি সাঁতরা চিকিৎসাধীন রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে খণ্ডঘোষ থানার পুলিশ শনিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে।অভিযুক্ত পরান বারুইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আক্রান্তদের পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগিয়েছে , খণ্ডঘোষের ষাঁড় গ্রামে বাড়ি পরান বারুইয়ের । পেশায় দিন মজুর পরান নেশা আশক্ত হয়ে পড়েছিল।তার জন্য পরানের সঙ্গে তাঁর স্ত্রী সুমিত্রা বারুইয়ের অশান্তি শুরু হয়। রাগারাগি করে কয়েকদিন আগে সুমিত্রা তাঁর শিশু কন্যাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ির পাশের পাড়া নিবাসী বোন মালতির বাড়িতে চলেযায়।তবে সন্তানকে নিয়ে স্ত্রীর বাড়ি ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি পরান। অভিয়োগ শুক্রবার সন্ধ্যা নাগাদ হঠাৎই পরান ধারালো অস্ত্র নিয়ে তাঁর শ্যালিকার বাড়িতে পৌছে যায় ।
সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সে তাঁর নিজের শিশু কন্য ও স্ত্রীকে কোপানো শুরু করে ।এমনটা দেখে বোন ও বোনের শিশু কন্যাকে বাঁচাতে যায় মালতি ।অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে পরান তখন তাঁর শ্যালিকার উপরেও হামলা চালায়। সেই হামলায় শ্যালিকাও জখম হয়।রক্তাত অবস্থায় তিন জনই আর্তনাদ শুরু করেদেয় । প্রতিবেশীদের মধ্যমে এই খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আক্রান্তদের উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়।আঘাত গুরুতর থাকায় জখম তিনজনকেই রাতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ।
এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন ,
“প্রাথমিক তদন্তে জানাগিয়েছে পারিবারিক অশান্তির কারনেই এই ঘটনা । পরান বাউরি তিনজনকে কাস্তে দিয়ে কুপিয়েছে বলে জানা গিয়েছে ।পরানকে গ্রেফতার করে এদিন বর্ধমান আদালতে পেশেকরা হয়েছে । ” পুলিশ জানিয়েছে , পরানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে ।খুনের চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার সহ এই হামলার প্রকৃত কারণ জানার জন্য তদন্তকারী অফিসার এদিন ধৃতকে আদালতে পেশকরে পাঁচ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আবেদন জানান । বিচারক ধৃতকে পাঁচ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
See also  বাড়িতে রেখেই চলছিল চিকিৎসা-হাসপাতালে ভর্তির ঘন্টা খানেকের মধ্যেই মৃত্যু করোনা আক্রান্তের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি